হ্যাকার কিভাবে ফেইসবুক হ্যাক করে

 
facebook hacking

হ্যাকার কিভাবে ফেইসবুক হ্যাক করে।


আজকে আপনাদের মাঝে আমি ফেসবুক একাউন্ট হ্যাক করার একটু প্রাইভেট মেথড শেয়ার করব যা প্রায়ই হ্যাকাররা ব্যবহার করে। 


তবে তার আগে আমার প্রিয় স্প্যামার ভাইদের জন্য কিছু কথা। ভাই আপনারা অন্যের ডিসেবল আইডি ব্যাক করে নিয়ে আসেন, ১৮+ আইডি নষ্ট করে অনেক ভাল কথা আপনাদের সাথে আমার কোন শত্রুতা নেই বরং আমিও এইগুলা সাপোর্ট করি তবে আপনারা কথায় কথায় বলেন যে পারলে আমার আইডি হ্যাক করে দেখা তাহলে ভাবব যে আসল হ্যাকার। ভাইয়েরা একজন হ্যাকার এর আপনার ফেসবুক আইডি হ্যাক করে নিজেকে হ্যাকার প্রমাণ করার থেকেও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তারা দেশের বাইরে শত্রুর সাথে আর্মির সাথে তাল মিলিয়ে কাজ করছে। আর আপনারা তাদের নানা ভাষায় গালি দেন। তারা না থাকলে আপনারাও কোন ক্রাক ফাইল ও পেতেন না। আশা করি আমার কথাটা আপনার বুজবেন। কমেন্টে গালি গালাজ করে নিজের পরিবারকে ছোট করে দিবেন না। 

এখন আসি আজকের টপিক এ আমি একটু প্রাইভেট মেথড শেয়ার করব যার মাধ্যমে একজন হ্যাকার শুধু আপনার ফেসবুক একাউন্ট ই না আপনার ডিভাইসটিকেও হ্যাক করে নিতে পারে। 


এই মেথড এ হ্যাকার এমন এক মিলিসিয়াস এপ বানায় যেইটার ডাউনলোড দেওয়ার সাথে সাথে অটোমেটিক ভিক্টিম এর ডিভাইস এ ইনিস্টল হয়ে আবার সাথে সাথে হাইড হয়ে যায়? 

বিশ্বাস হয় না? 

এমন কোন এপ কি কখনো বানানো সম্ভব নাকি? হ্যা সম্ভব হ্যাকার চাইলে পারে না এমন কিছুই নেই। 

এই মেথড এর মান সাইলেন্ট এক্সস্পয়েট (silent exploit) মানে নিরব শোষণ।

এখন আপনি ভাবছেন আপনি ওই রকম কোন এপ ডাউনলোড ই দিবেন না। হ্যাকার আপনাকে আপনার কোন পছন্দের এপ এর সাথে ওটা বেন্ড করে আপনার কাছে পাঠাবে । আর বেশিরভাগ হ্যাকার ই সোসাল ইঞ্জিনিয়ারিং এ পারদর্শী সেহেতু আপনাকে বোকা বানিয়ে ওই এপ ডাউনলোড দেওয়া তাদের কাছে কিছুই না। আর আপনি যখন একবার সেইটা ডাউনলোড করে নিবেন হ্যাকারদের কাছে চলে যাবে আপনার সব গোপন থেকে গোপনীয় সকল তথ্য৷ 


এর থেকে বাচার উপায় কি?


প্লে স্টোর ছাড়া কোথাও থেকে এপ ডাউনলোড বা ইনিস্টল করবেন না। আবার কেউ যদি এমন এপ ডাউনলোড করেই নেন আর বুজতে পান যে এপ হাইড হয়ে গেছে আপনার ফোন রিসেট /রিবুট মেরে দিন। 


Post a Comment

0 Comments